রবীন্দ্রনাথ জীবনে যতগুলি গান লিখেছেন, কবিতার সংখ্যা প্রায় তার দ্বিগুণ। কিন্তু হাতেগোনা শ’খানেক ছাড়া তাঁর অনবদ্য কবিতাগুলি আজও অধিকাংশের কাছেই অচেনা।  রবীন্দ্রনাথের কবিতাগুলি ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য কাব্যগ্রন্থে, অথচ গানগুলির সন্ধান পাওয়া যায় একটি মাত্র বই গীতবিতানে।  এছাড়া বর্তমানে প্রযুক্তির জালে আমরা আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছি। রোজকার ব্যস্ততার ভিতরে একান্তে বসে রবীন্দ্রকবিতা পড়া বা উপলব্ধি করা আজ অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই রবীন্দ্রকবিতা আর্কাইভে কবিগুরুর সমস্ত কবিতাগুলিকে আবৃত্তি, গান আর নানা তথ্যে সাজিয়ে সকলের হাতে মুঠোয় এনে দেবার চেষ্টা করা হয়েছে। আরও পড়ুন 

Play Video