আনুমানিক খৃস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে যশোহর জেলার চেংগুটিয়া পরগণার জমিদার ছিলেন দক্ষিণানাথ রায়চৌধুরী। তাঁর চার পুত্রের প্রথম দুইজন কামদেব ও জয়দেব ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তাঁদের সংস্পর্শে অপর দুই পুত্র রতিদেব ও শুকদেব সমাজচ্যুত হন। এই সমাজচ্যুতির পুর্নবাসনের তাগিদে শুকদেবের ভগ্নী রত্নমালার সঙ্গে মঙ্গলানন্দ মুখোপাধ্যায় নামে একজন দরিদ্র ব্রাহ্মণের বিবাহ দেওয়া হয়। এবং শুকদেবের কন্যা সুন্দরীকে বিবাহ করেন পিঠাভাগের জমিদার জগন্নাথ কুশারী। এই জগন্নাথ কুশারীকেই ঠাকুর বংশের আদিপুরুষ বলে মনে করা হয়। আরও পড়ুন