ঊনিশ শতকে, ভারতের সেই নবজাগরণের কালে, বাংলার সাহিত্যসংস্কৃতি জগতে যখন তুমুল আলোড়ন উঠেছিল, সেই সময়ে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সূচনা হয়েছিল একাধিক ছোটো ছোটো দল বা ক্লাবের। এগুলি আসলে ঠাকুরবাড়ির সদস্যদের একধরণের মিলনসভা, যেখানে তাঁরা গান, কবিতা, আলোচনা কিম্বা নাটক পরিবেশনের মাধ্যমে নিজেদের সংস্কৃতিচর্চার আদানপ্রদান ঘটাতেন। এমনই কয়েকটি সভার নাম ‘ভাইবোন সমিতি’, ‘বিদ্বজ্জনসমাগম সভা’, ‘ডাকাতে ক্লাব’, ‘ড্রামাটিক […]