মহর্ষি দেবেন্দ্রনাথ তাঁর কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথের বালক বয়সেই তাঁর মধ্যে বিশেষ প্রতিভার লক্ষণ দেখেছিলেন। তাই ১৮৭৩ সালে তাঁর হিমালয় ভ্রমণের সঙ্গী করে নিয়েছিলেন ১২ বছরের ‘বিদ্যালয়-বিমুখ আত্মমগ্ন ভাবুক’ বালক রবীন্দ্রনাথকে। জোড়াসাঁকোর বদ্ধ গণ্ডির বাইরে পিতা দেবেন্দ্রনাথের মত মহান ব্যক্তিত্বের সান্নিধ্য এবং হিমালয়ের বিপুল উন্মুক্ত পরিবেশ রবীন্দ্রনাথের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন কঠোর […]