Shanibarer Quiz 30 August 2025 5/5 (1)

চতুর্থ পর্ব

১৮৮৪ সালের আগস্ট মাস নাগাদ, বন্ধুদের সঙ্গে আড্ডা আর গল্প করবার উদ্দেশে রবীন্দ্রনাথের জন্য জোড়াসাঁকোয় একটা পৃথক বৈঠকখানা ঘর তৈরি করা হয়েছিল। সেই সূত্রে নানাভাবে প্রিয়নাথকে আসবার জন্য একাধিক চিঠি দিয়েছিলেন। ‘আজ বিকেলে আপনি একবার এদিকে আসবেন’ ‘কাল দুপুর বেলায় যদি আপনি ও নগেন্দ্রবাবু আসেন ত বেশ হয়’, ‘কাল সমস্ত দুপুর আমার সময় আছে – যখন ইচ্ছা হয় আসবেন’ – বিভিন্ন চিঠির এইসব বাক্যবন্ধ থকে রবীন্দ্রনাথের আড্ডা-প্রিয় মনের ছবিটি আমরা প্রত্যক্ষ করতে পারি।  বিশ্বভারতী থেকে প্রকাশিত চিঠিপত্র-এর অষ্টম খণ্ডে রবীন্দ্রনাথ প্রিয়নাথকে যে শতাধিক চিঠি লিখেছেন, তার মধ্যে  অনেকগুলিতেই ধ্বনিত হয়েছে প্রিয়-মিলনের কাতর আহ্বান। আসলে আপাত নিঃসঙ্গ রবীন্দ্রনাথ তাঁর প্রিয়তম বন্ধুর সান্নিদ্ধে খুঁজে পেতেন অপার আনন্দ আর মুক্ত বাতাসের আলিঙ্গন। এই আড্ডার আর একজন ভাগীদার ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার। প্রিয়নাথ সেনই তাঁকে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

 

SMART ALBUM

সে ছিল গানের এক স্বর্ণযুগ। দূর্গা পুজোর আগে প্রকাশিত হত বিভিন্ন শিল্পীদের গানের অ‍্যালব্যাম। এখন গান শোনা কেবলমাত্র ডিজিটাল মাধ্যমে। গানের অ‍্যালব্যাম এখন শুধুই নস্টালজিয়া।
কিন্তু চিরন্তনী আবার ফিরিয়ে এনেছে সেই অ‍্যালব্যামের দিন। এবার পুজোর আগে প্রকাশিত হচ্ছে দুটি কবিতার অ‍্যালবাম। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে। যদি কেউ পুজোর অ‍্যালবাম প্রকাশ করতে চান তবে চিরন্তনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ : 9674413209

Consept  | Dr. Purnendu Bikash Sarkar

Please rate this

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *