জোড়াসাঁকোর তেতলার ঘরে পিতা দেবেন্দ্রনাথ আরামকেদারায় বসে রয়েছেন, সামনে নতমুখে দাঁড়িয়ে বালক রবীন্দ্রনাথ। মুণ্ডিতমস্তক। মাত্র চারদিন আগেই তাঁর উপনয়ন হয়েছে । আর সেই কারণেই মাথার এই অবস্থা। ভ্রমণ পিপাসু দেবেন্দ্রনাথ বহুবার হিমালয়ে গিয়েছেন, আবারও যেতে চলেছেন। জানতে চান রবীন্দ্রনাথ এবারে তাঁর সঙ্গী হতে চায় কিনা। ঘটনাটা ১৮৭৩ সালের ১০ই ফেব্রুয়ারি। বালকের বয়স মাত্র ১২ বছর। […]