ওলো সই আত্মীয়স্বজনে পূর্ণ কলরবমুখরিত বৃহৎ একান্নবর্তী পরিবারের কনিষ্ঠা বধূ হিসাবে নয় বছরের বালিকা ভবতারিণী (মৃণালিণী) যেদিন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পা রেখেছিলেন, সেদিন ভাবতেও পারেন নি যে অচিরেই এই বিশাল মহীরুহের দায়িত্ব নিতে হবে তাঁকেই। ঠাকুরবাড়ির ঐতিহ্যে অনুসারে বেশ কয়েক বছর প্রথাগত শিক্ষা ও শহুরে আদবকায়দা রপ্ত করবার পরে গৃহিণীত্বের ভার পেয়ে মৃণালিণী ভীষণ খুশি। তিনি …