১৩২১ সালের বৈশাখের তাপদগ্ধে কাতর রবীন্দ্রনাথ একটু আরামের খোঁজে পাহড়ে যাওয়া মনস্থির করলেন। পাহাড়ের প্রতি টান ঠাকুর পরিবারের মজ্জাগত। দেবেন্দ্রনাথ জীবনের অনেকটাই পাহাড়ে কাটিয়েছেন। সংসারের কোলাহল এড়িয়ে ভ্রমণ করতে ভালবাসতেন, বহুবার হিমালয় ভ্রমণ করেছেন। হিমালয় ছিল তাঁর ঈশ্বরসাধনার আশ্রম। রবীন্দ্রনাথকে পাহাড়ের নেশা ধরিয়েছেন স্বয়ং দেবেন্দ্রনাথ। ১৮৭৩ সালে তিনি সেই যে ১২ বছরের পুত্রকে হিমালয় ভ্রমণের […]